

আলফাডাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দরুনা গ্রামে শত্রুতার জের ধরে প্রায় ২শতাধীক মেহগুনী চারা গাছ রিপন শেখ গং কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস.এম সাগর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানা লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন দরুনা মৌজার ২৬৭নং দাগে ৫০ শতাংশ জমিতে থাকা ৩শত মেহগুনী বাগান করেছেন এস এম সাগর। গত ৩০জুন মেহগুনী বাগান থেকে রিপন শেখ সকল গাছ বিক্রয় করে দেন। মেহগুনী বাগান থেকে প্রায় ২শত গাছ কাটা হয়ে গেলে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গাছ কাটা বাধা দেন।
দরুনা গ্রামে জহুর বলেন, সাগর তার নিজ জমিতে গাছ গুলো রোপন করেন,রিপন সেই কাজ ব্যাপারীর নিকট বিক্রয় করেছে।
রিপন জানান,আমার জমি এয়াজ বদল করে গাছ রোপন করি,এখন সাগর যদি এই জমিতে চলে আসে তাহলে আমার লাগানো গাছ আমি কেটে নিয়েই যাব।
শাহিন শেখ জানান, গাছ রিপন লাগিয়েছে তাই গাছ সেই বিক্রয় করছে, এটা রিপনদের জমি।
থানা এস আই মফিজুর রহমান বলেন,থানায় সাগর লিখিত অভিযোগ করলে আমি সরেজমিনে গিয়ে গাছ কাটা বন্ধ করি। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসা হওয়ার কথা রয়েছে।