

ভাঙ্গা থেকে স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেনঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠন করায় বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।
আজ শনিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের হোটেল ফুড প্যালেসের সামনে নবাগত কমিটিকে পথ সংবর্ধনাকালে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আসাদুজ্জামান খান রিপন ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, রওনক মুন্সী, ও নবাগত আহবায়ক কমিটির আহবায়ক এমএ ওয়াদুদ, সদস্য সচিব জাকির হোসেন, চৌধুর,মোহাম্মদ ওসমান মুন্সী, চৌধুরী ওয়াহিদুজ্জামান, ভাঙ্গা উপজেলা বিএনপি নেতা রণক মুন্সি, ফারুক মুন্সি, জাকারিয়া হোসেন মোঃ ইদ্রিস,বড়ো আলম মুন্সী।
উল্লেখ্য, গত বুধবার জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ভাঙ্গা পৌর বিএনপির ১৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী পন্থী পরিবারের সদস্যরা কমিটিতে জায়গা পাওয়ায় এ-ই কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ও সংবাদ সম্মেলনে বিএনপির ত্যাগী নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এঘটনা প্রসঙ্গে শহিদুল ইসলাম বাবুল খান বলেন, সময় পার হয়ে যায়নি। দলের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের ফাদে পা রেখে যারা চলছেন ফিরে আসুন। আমরা সবাইকে নিয়ে ভাঙ্গা উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে চাই। ভাঙ্গা র মাটি আওয়ামী লীগের নয় বিএনপির ঘাটি হিসেবে গড়ে তুলতে চাই।