

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর হোসেনকে ইজিবাইক উপহার দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সামাজিক সংগঠন। রবিবার (৬ জুলাই) দুপুরে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ উপহার দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা আলমগীর কবিরের ব্যক্তিগত উদ্যোগে এই ইজিবাইক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি জাহাঙ্গীর হোসেনের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান (বদু), যুগ্ম আহ্বায়ক জাফর খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সমাজসেবক মোস্তফা কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ জুলাইয়ে শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।