
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের বিএনপি নেতা হাজী মোসলেম মাতুব্বরের জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে, তিনি দীর্ঘদিন ঢাকায় একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযা সম্পন্ন হয়।
হাজী মোসলেম উদ্দিন মাতুব্বরের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন কালামৃদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আতাউর রহমান কালু, নিলখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদ মিয়া, কালামৃধা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাতুব্বর, কালামৃধা ইউনিয়ন পরিষদের সদস্য সূর্য মিয়া কুট্টি মাতুব্বর, মুফতি আব্দুর রহমান। জানাযার নামাজ পড়ান মোহাম্মদ সিয়াম মতুব্বর। এ সময় উপস্থিত ছিলেন কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিয়া, কালামৃধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজি লিন্টু আকন, কালামৃধা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, কালামৃধা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি হাজী রাজ্জাক মোল্লা, বয়াতী আজগর আলী মেম্বার, ফকির বাবলু , হাজী মুসলিম উদ্দিন মাতুব্বরের বড় ছেলে।
কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিটন মাতুব্বর লিটু বলেন আমার বাবার জীবন দশায় কোন ব্যক্তির কাছে কোন প্রকার জানা-অজানা অপরাধ করে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। তিনি আরো বলেন আমার বাবার কাছে কোন ব্যক্তির সাথে কোন লেনদেন থাকে তাহলে আমাদের কাছে বলবেন আমরা বাবার ঋণ পরিশোধ করে দেব। হাজী মোসলেম মাতুব্বরের মেজ ছেলে কালামৃধা খাদেমুল মাদ্রাসার সাধারণ সম্পাদক জুয়েল মাতব্বর বলেন আমার বাবার কাছে যে কোনো মানুষের সমস্যা নিয়ে আসলে তার সমাধান করার চেষ্টা করেছেন। কারো সাথে কোন অন্যায় করে থাকলে আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন।
হাজী মোসলেম উদ্দিন মাতুব্বরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, হাজী মুসলিম উদ্দিন মাতুব্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করেছেন। দলের দুঃসময়ের একজন নিবেদিত প্রাণ ছিলেন, তার রুহের মাগফিরাত কামনা করছি।