
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবাধে চলছে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ শিকার, উপজেলার চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য বিল। নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার চায়না জাল বা মিজিক জালের ফাঁদে বিলুপ্তির পথে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ।
এতে সহজেই সব ধরনের মাছ ধরার আশায় ,খাল ,বিল ,নদ-নদীজুড়ে জেলেরা ব্যবহার করতে শুরু করেছে এই জাল। দেশের বিভিন্ন এলাকায় গরে উঠা নিষিদ্ধ চায়না জালের কারখানা বন্ধ ও সিলগালা করতে মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।
উপজেলার হামিদপুর বাজার, সাগরদিঘী, গারোবাজার, ধলাপাড়া, পাকুটিয়া সহ বিভিন্ন হাট বাজারে ধুমছে বিক্রি হচ্ছে এই চায়না জাল।
সরজমিনে দেখা যায়, দেওপাড়ার গোয়াপচা, গজারিয়া ও রাণাদহ বিল, কামারচালার মাইছা বিল, কালিয়ান বিল এ সব বিলে বর্ষা আসার আগেই খাল বিলে বৃষ্টির পানি জমা হয়ে মাছের ছোট ছোট পোনা জন্ম হয়েছে। আর হাজার হাজার চায়না জাল বা মিজিক জাল দিয়ে ছোট ছোট পোনা মাছ ধরে বিক্রি করছেন একদল মাছ ব্যবসায়ীরা।
এলাকার সচেতন মহল বলেন, আগে খেপলা জাল,দুয়ারী প্রভূতি ছিল মাছ ধরার একমাত্র উৎস। এইসব জালদিয়ে মাছ শিকারে রেনুপোনা ধরা পরতো না। কালের বিবর্তনে চায়না মিজিক জালের প্রভাবে আজ বিলুপ্তি পথে প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার খাদিজা খাতুন বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরুপে বেআইনী। এতে দেশীয় মাছ বিলুপ্তির পথে। চায়না জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সপ্তাহে দ্রুত এ ব্যাপারে অভিযান চালানো হবে।