
স্টাফ রিপোর্টার, মোহাম্মদ সাদাত হোসেনঃ
ফরিদপুরের ভাঙ্গায় শামীমা আক্তার আঙুরী নামে একজন স্কুল শিক্ষিকা ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে ঘটনাটি নিশ্চিত করেছেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম ছিদ্দিক মিয়া ও ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন মাস্টার সাকিব আকন্দ।
শিক্ষকা শামীমা আক্তার আলগী ইউনিয়নের সারশাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলশিক্ষিকা দুপুর সময় রেললাইনের উপর দিয়ে এলোমেলো হয়ে হাঁটার সময় বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শামীমা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছত্তার সিকদারের মেয়ে ও একই গ্রামের বাসিন্দা ডাক বিভাগের কর্মচারি আশরাফ শেখের সহধর্মিণী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ আশরাফ হোসেন বলেন ঘটনাটি আমরা শুনেছি একজন স্কুল শিক্ষিকা ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে আমরা দুঃখ প্রকাশ করছি