
রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ জুলাই)বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা আঞ্চলিক শাখার উদ্যোগে মোহাম্মদগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আরশ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এটি এম হেলাল, ব্যারিস্টার সৈয়দ আফজাল জামী, মেজর (অবঃ) সৈয়দ আলী আসফাক সামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ কয়েছ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালিব নূর বাচ্চু।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জাবেদ আলম কোরেশী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য দুরুদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, উপজেলা যুবদল নেতা আফরোজ আলী, পাটলী ইউনিয়ন বিএনপি নেতা মইনুল ইসলাম, উপজেলা যুবদল নেতা তাজুল ইসলাম জিম্মাদার, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা হুশিয়ার আলী। মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।