
মোঃরাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গতকাল (১৬ জুলাই) দিনব্যাপী বাউফল উপজেলা পরিষদের প্রধান ফটকের দেয়ালে এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন প্রতিযোগিতায়। শিক্ষার্থীদের সৃজনশীল অংকের মাধ্যমে উঠে আসে ২৪ সালের জুলাই আন্দোলনের তীব্রতা, শহীদদের আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য সাধারণ মানুষের সংগ্রামের চিত্র।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ের দল। দ্বিতীয় স্থান অধিকার করে কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে দাসপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বিচারক প্যানেলে ছিলেন স্থানীয় চিত্রশিল্পী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও আমিনুল ইসলাম। তিনি বলেন, “নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও অনুভব করতে হবে। এই আয়োজন তাদের মাঝে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে জাগ্রত করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।