
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক কটুক্তি, অপপ্রচার ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিলটি বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সেলিম সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু এবং সাবেক উপজেলা যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যা প্রচার ও কটুক্তি চালানো হচ্ছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
বক্তব্যে নেতারা আরও বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র জনগণ কখনোই মেনে নেবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন চলবে।”