
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আকস্মিক বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৯টি অসহায় পরিবারের মাঝে সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১.৪ বান (মোট ৬৯ বান) ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩,০০০ টাকা করে প্রদান করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশরাফ আলী সরদার এবং সাবেক পৌর ছাত্রদল আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রয়েছে এবং থাকবে। এই সহায়তা যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পায়, তা নিশ্চিত করতে আমরা কঠোরভাবে কাজ করছি।”
উল্লেখ্য, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।