
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইসলামীএজেন্ট ব্যাংক থেকে ১ লক্ষ টাকার একটি ভুয়া টোকন তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যায় যান্ত্রিক পরীক্ষা করে দেখা যায় এই টোকন টি ভূয়া পরবর্তীতে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খানের সহযোগিতায় তিনজনকে আটক করে, আটক কৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের রাঙ্গা ব্যাপারী ছেলে বিল্লাল বেপারী, শেরপুর সদর জেলার মিশ্তির চর মরা কান্দির দুলাল শেখের ছেলে তারেক শেখ, শিবচর উপজেলার শেখপুর গ্রামের মজিদ মাতুব্বরের মেয়ে পারভিন বেগমকে আটক করে, ঢাকা উদ্ধার করেন এ ব্যাপারে ভুক্তভোগী ইশিবপুর ইউনিয়নের সানোয়ারের স্ত্রীপারভীন বেগম একটি লিখিত অভিযোগ দিয়ে মামলার প্রস্তুতি চলছে, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুন্না বলেন এই চক্রটি জেলার বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণা করে আসছি দীর্ঘদিন যাবৎ।