
মো. মনিরুজ্জামান (মনি) মিয়া,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়ড়া গ্রামে যৌথবাহিনীর অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারি ও জুয়াড়িকে আটক করা হয়েছে। অভিযানে এক কেজি গাঁজা, ১৫০ পিস ইয়াবা, ৩৯ হাজার নগদ টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২৩ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বোয়ালমারীর কয়ড়া এলাকার একটি মেহগনি+ বাগান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো. কামরুল শেখ (৪৯) – পিতা: হায়দার শেখ,সৈয়দ আলী (৪৫) – পিতা: সালাম মোল্লা,সাইফুল খান (৩৮) – পিতা: মৃত মেতামসের খান,তাপস কুমার সরকার (৬৮) – পিতা: মৃত কালীপদ সরকার,জাহিদ শেখ (৩২) – পিতা: মৃত শুকুর শেখ,আয়নাল মোল্লা (৫১) – পিতা: মৃত ফেলু মোল্লা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্থানীয় মাদক চক্র ও জুয়ার সাথে জড়িত ছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইল ফোনের জব্দ তালিকা প্রস্তুত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ মো. আব্দুর রশিদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।