
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল
টাংগাইলের ঘাটাইলে ভাষা সৈনিক বজলুর রহমান জুলকারনাইন স্মরণে সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির সরকার।
মূল আলোচক ও প্রশিক্ষক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মোঃ লুৎফর রহমান।
প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম কর্মশালয় সভাপতিত্ব করেন।
শতাধিক শিক্ষার্থী,বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীজন কর্মশালয় অংশ গ্রহণ করেন।