
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সড়কে বাস দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে।
জানাগেছে নগরকান্দা – মুকসুদপুর আঞ্চলিক সড়কের কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শহীদনগর স্মৃতি ফলকের কাছে ফরিদপুর -ব ১১- ০০৭৭ নম্বরের বলাকা নামের একটি লোকাল পরিবহন মোসাঃ রনি বেগম (৫৩) নামের এক মহিলাকে চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়।
রোববার ফরিদপুর থেকে মুকসুদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বলাকা নামক গাড়ীটি বিকাল সারে চারটার দিকে উক্ত স্থানে রনি বেগমকে চাপা দেয়।
সে মুকসুদপুর যাওয়ার জন্যে স্মৃতিফলক নামক স্থানে অপেক্ষা করছিলো।
রনি বেগম কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের আবু শেখের স্ত্রী বলে জানাগেছে।
বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাংচুর করতে পারলেও বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় নগরকান্দা – মুকসুদপুর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।