
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিসে দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে এলজিইডি ভবনের চতুর্থ তলায় সার্ভেয়ার জহিরের কক্ষে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে ঠিকাদার ওয়াসিম, রুহুল, সার্ভেয়ার জহির এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস আহত হন। গুরুতর আহত দুইজন—ওয়াসিম ও রুহুল—কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স শেখ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত ১ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকার আধুনিক মানের আইসিটি ফ্লোর নির্মাণ কাজ উপজেলা পরিষদের পঞ্চম তলায় চলমান রয়েছে। ওই প্রকল্পে উপ-ঠিকাদার হিসেবে ওয়াসিম, রুহুল, জহির ও আব্বাস যৌথভাবে কাজ করছিলেন।
বিল ভাগাভাগি নিয়ে ওয়াসিম ও রুহুলের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্যান্যরাও জড়িয়ে পড়েন এবং আহত হন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে চাইলে আহত ব্যক্তিরা কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে স্থানীয় অনলাইন গণমাধ্যম বিডি ফেস ২৪।
এ বিষয়ে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, “আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে।”