
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় প্রভাবশালী একদল লোক প্রতিপক্ষের বসতঘরে রাতের আঁধারে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা বিরোধের জের ধরে দাসপাড়া এলাকার নিজাম দালালের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ চান্দা দালাল, মঞ্জু দালাল, সেলিম দালাল, মামুন দালাল, ইভান, ইমরান, রাব্বি, মহিনসহ প্রায় ১৫-২০ জনের সংঘবদ্ধ একটি দল।
হামলার সময় নিজাম দালালের বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টা থেকে সোয়া দুইটা পর্যন্ত তারা তিনটি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। আলমারি ভেঙে নগদ অর্থ এবং ঘরের তৈজসপত্র লুটে নেয় হামলাকারীরা। যাওয়ার সময় তারা নিজাম দালালকে খুঁজে না পেয়ে যেখানে পাবে সেখানেই হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়।
স্থানীয় প্রবীণ বাসিন্দা মরগম আলী (৭০) জানান, “রাত ১টা ৪ মিনিটে আওয়ামী লীগের সন্ত্রাসী পরিচয়ে পরিচিত চান্দা ও মঞ্জু গং তিনটি বাড়িতে হামলা চালায়। তারা সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।”
নিজাম দালালের কন্যারা জানান, “আমরা সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রায় এক বছর আগে তারা আমার বাবাকে কুপিয়ে আহত করেছিল। এবারও আবার হামলা চালাতে পারে বলে আমরা আতঙ্কে আছি।”
অভিযুক্ত সেলিম দালাল সাংবাদিকদের জানান, “রাতে নিজামকে খুঁজতে তাদের বাড়িতে গিয়েছিলাম, তবে কোনো ভাঙচুর করিনি।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”