
মো আরিফুল ইসলাম ইরান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা কৃষকদল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তা নিয়ে যান নেতৃবৃন্দ। পরিবারটিকে শুকনো খাবার, ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন-পঞ্চগড় জেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,সাধারণ সম্পাদক ব্যারিস্টার বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, ইয়াসিন আলী সহ-সাধারণ সম্পাদক হাফিজাবাদ ইউনিয়ন বিএনপি ও এ সময় স্থায়ী নেতা-কর্মী ও গষমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন প্রমুখ।
গতকাল, দুপুরে মোশারফ হোসেন নামের ওই ব্যক্তির টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত মোশারফ হোসেন বলেন, ‘সব কিছু পুড়ে গেছে। আমার অবশিষ্ট কিছুই রইলো না। পঞ্চগড় জেলা কৃষকদলেরনে তারা এসে খোঁজ নিয়েছে, সহায়তা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’