
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারি রাস্তার পাশ থেকে অনুমোদন ছাড়াই ১৪টিরও বেশি মূল্যবান কালেক্টর গাছ কেটে প্রায় ৯০ হাজার টাকায় বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি চক্র রাস্তার পাশে গাছ কাটাকে উৎসবের মতো পরিবেশে সম্পন্ন করছে বলে জানা গেছে।
বুধবার (২০ আগষ্ট) দুপুরে সরেজমিনে ঘটনাস্থল ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়নের গরিশ্বর মোর সংলগ্ন সরকারি রাস্তার পাশে গিয়ে দেখা যায়, একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। গাছের কর্তিত গুঁড়ি এবং পড়ে থাকা ডালপালা ঘটনার সাক্ষ্য দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রবেল নামের ব্যক্তি তার সহযোগীরা এই সরকারি গাছ কেটে স্থানীয় কাঠ ব্যবসায়ীর নিকট ৯০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,বিনা অনুমতিতে গাছ কাটার ফলে যেমন সরকারের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনও তরফ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, এই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক সমাজকর্মীরা সরকারি সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের কঠোর নজরদারি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।