
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও উপজেলা দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও উপজেলা বিএনপির সি/ এ মার্কেটস্থ কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে কার্যালয় প্রাঙ্গনে আরাফাত রহমান কোকো স্প্রোটিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ কয়েস,র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
নাদের আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন, সাবেক মেজর (অব) সৈয়দ আলী আসফাক সামী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু।
হাফিজ হোসেন আহমদের কুরআন তেলাওয়াত ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্যে রাখেন বিএনপির নেতা জামিল হোসেন গেদন,মিজানুর রহমান মিজান,ডাঃ সাজ্জাদুর রহমান,আব্দুল ওয়াহাব,ফরিদ উদ্দিন,দুরুদ মেম্বার ,শামীনুর রহমান কাউন্সিলর কামাল হোসেন,আঙ্গুর মিয়া,মাসুম আহমদ,আব্দুর রহিম, জাসাস নেতা নিজাম উদ্দিন,শাহ রুমেন,তাজুল জিম্মাদার,আব্দুল গফুর প্রমূখ।
এই সময় প্রবীণ মুরুব্বী হাজী সায়েদ,মস্তফা মিয়া, সাবেক কাউন্সিলর জিতু মিয়া, সাবেক কাউন্সিলর আলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি সেলিম আহমদ,লালা মিয়া,মইনুল ইসলাম,খলিল মেম্বার খলিলুর রহমান চৌধুরী,মিজানুর রহমান নাজমুল হোসেন সুহেদ আহমদ ইমরান আহমদ ছানু মিয়াসহ উপজেলার সকল পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন – দেশ ও জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সবাই সজাগ থাকবেন। বিএনপি সব সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এপর্যন্ত এসেছে কোন ষড়যন্ত্রকে বিএনপি ভয় করে না ঐক্য বদ্ধ প্রতিবাদের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। বক্তারা আরো বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এ দল প্রতিষ্ঠা করেন দেশ ও জনগণের প্রয়োজনে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য বদ্ধ থাকতে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।