
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে সৈকতের ঝাউগাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জনগণ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
নিহত নুরুল আমিন (২৩) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মিয়ার পুত্র।
নুরুল আমিন রোহিঙ্গা ক্যাম্পে চাকরির পাশাপাশি স্হানীয় পত্রিকায় লেখালেখি করতেন এবং সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে এক্টিভ থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।