
রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে জড়ো হন কয়েক হাজার দর্শক।
ফাইনালে মুখোমুখি হয় স্থানীয় দুই জনপ্রিয় দল—এলআরবি বনাম বকুলতলা স্টার। খেলা শুরু হয় বিকেল ৪টায়। প্রথমার্ধের ৩০তম মিনিটে এলআরবি এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে সমতায় ফেরে বকুলতলা স্টার। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ১-১ গোলে ড্র হলে, ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ এই পর্বে জয় নিশ্চিত করে বকুলতলা স্টার।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সাবেক সংসদ সদস্য জননেতা শহীদুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেত্রী সালমা আলম লিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক গাজী গিয়াস, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম জুরান, ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক খোকন, ও সাবেক পৌর ছাত্রদল আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল বকুলতলা স্টার-কে উপহার হিসেবে একটি ফ্রিজ এবং রানারআপ দল এলআরবি-কে একটি এলইডি টেলিভিশন প্রদান করা হয়। এছাড়া, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রনি, এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট এর সম্মাননা পান মুনিম।
মাঠজুড়ে দর্শকের উল্লাস, খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া এই টুর্নামেন্ট বাউফলবাসীর মনে নতুন করে ক্রীড়ার আনন্দ ও উৎসাহ ফিরিয়ে এনেছে।