
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া মামুন মিয়ার বাজারে বিকেলে সাড়ে পাঁচ টার দিকে স্বাদ কুলিং কর্ণারের সামনে ভারুয়া খালি সাবেক পাড়া এলাকার কাশেম এর মেয়ে নাসিমা আক্তার তার দাদীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে স্বাদ এর সামনে পৌছালে আগ থেকে উৎপেতে থাকা ভারুয়া খালির চর পাড়া এলাকার মৃত মোহাম্মদ নুরুল আলম এর পুত্র মোহাম্মদ নাছির উদ্দীন (২২) সহ ৪/৬ জনের অজ্ঞাত যুবকরা মিলে নাসিমা আক্তার কে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন নাসিমা আক্তার এর দাদী চিৎকার করে লোকজন জড়ো হলে তাঁরা দ্রুত চটকে পড়েন এবং তারা চলে যাওয়ার সময় নাসিমা আক্তার এর হাতের আংটি ও মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাদ কুলিং কর্নারের কর্মচারী আব্দুল্লাহ জানিয়েছেন তাদের সামনে থেকে এরকম নেককারজনক ঘটনাটি ঘটিয়েছেন ওই যুবকরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বর্তমানে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রামু থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।