
রিয়াজ রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ইসলামিক একাডেমির আয়োজনে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে পবিত্র ঈদেমিলাদুন্নবী (সা:)উদযাপন, অভিভাবক সমাবেশ,আলোচনা সভা ও দোয়া মাহফিল একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়। একাডেমির অধ্যক্ষ নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মুফতি হারুনূর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক ও শিক্ষাবিদ জনাব আবু হুরায়রা সাদ মাস্টার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী স: বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাওলানা সৈয়দ মিজানুর রশীদ, উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব।বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মো: জিল্লুর রহমান ও হাফিজ ইলিয়াছ উদ্দিন শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ইব্রাহীম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।