
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মাথা ও হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্রেড গ্রামের আগলার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় দফাদার কবির হোসেন জানান, “বিকালে চর কচুয়া থেকে চরব্রেড যাওয়ার পথে আগলার চরের কৃষি জমির মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাই। কাছে গিয়ে দেখি মানুষের মরদেহ, তবে দেহের মাথা ও হাত-পা নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি বাউফল থানা পুলিশকে জানাই।”
পরে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি বলেন, “উদ্ধারকৃত মরদেহটির শুধুমাত্র দেহাংশ রয়েছে। মাথা, হাত ও পা বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, এটি বেশ কয়েকদিন আগের মরদেহ এবং নদীর জোয়ার-ভাটার কারণে এখানে ভেসে এসেছে।”
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নৌ-পুলিশকে অবগত করে। আইনানুগ কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।