
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বরগুনা সিভিল সার্জনের কার্যালয়। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২১ জন,বামনায় ২জন,পাথরঘাটায় ৩জন, বেতাগী ও আমতলীতে ১জন করে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সরকারি হিসেবে বরগুনা জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
তবে বেসরকারিভাবে মৃতের সংখ্যা প্রায় ৪৯ জন বলে হচ্ছে।

যদিও জেলা হাসপাতালের কর্তৃপক্ষ বলছেন ডেঙ্গুর প্রকোপ আগের থেকে অনেকটা কমেছে, তবুও জনমনে আতঙ্ক রয়েই গেছে। পাশাপাশি নতুন করে চিকুনগুনিয়া সংক্রমণের রোগী বেশি ভর্তি হচ্ছেন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, অক্টোবর মাস পর্যন্ত মৌসুমি বৃষ্টির ওভাবে এডিস মশার বিস্তার থাকবে, বৃষ্টি কমে গেলে এর বিস্তার অনেক অংশে কমে যাবে,তবে এখন ডেঙ্গু রোগীর চেয়ে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি।ফলে আমাদের দুই দিক থেকেই প্রতিরোধে কাজ করতে হচ্ছে। তবে সমস্যা হলো, চিকুনগুনিয়ার রোগীর অসুস্থের প্রভাব দীর্ঘস্থায়ী হয়।
চলতি বছরে দেশের সর্বপ্রথম ডেঙ্গুর হট স্পট ঘোষণা করা হয় বরগুনাকে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৬,২৫৭ জন এবং ৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৫ জন।উপকূলের এসব রোগীর চিকিৎসার ভরসা জেলা সরকারি হাসপাতাল।
হাসপাতালে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজনেরা জানান হাসপাতাল থেকে স্যালাইন ও প্যারাসিটামল ছাড়া আর কিছুই পাচ্ছেন না তারা। ফলে ফার্মেসি থেকে কিনে নিতে হচ্ছে বেশিরভাগ ওষুধ। এতে চাপে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর পরিবার গুলো। এ বিষয়ে জেলা হাসপাতালের আরএমও ডা. তাসফিয়া সিদ্দিকী বলেন রোগীদের সেবায় হাসপাতালের বাজেট সংকট থাকায় পর্যাপ্ত ও সরবরাহ সম্ভব হচ্ছে না বাজেট পেলে ওষুধ সংকটের সমাধান করা যেতে পারে।
জেলা প্রশাসন বলছেন এ বছর ডেঙ্গুর হট স্পট বরগুনা হাওয়ায় বিশেষ গুরুত্বের সঙ্গে তা আমরা মোকাবেলা করছি, প্রতিটি উপজেলা হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, বাসা বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে এডিস মশা নিধন ও জনসচেতনার ওপর গুরুত্ব দিচ্ছি।
স্থানীয়রা অভিযোগ করেন শুরু থেকেই মশা নিধনে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা থাকলেও এখন আর তাদের কোন কার্যক্রম দেখা যাচ্ছে না।