
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর জগন্নাথপুর উপজেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা জমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা বাহা উদ্দিন, মাওলানা ফজল আহমদ, মাওলানা হাসমত উল্ল্যাহ খান, হাফিজ মাহমুদুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, পৌর জমিয়তের সাধারন সম্পাদক মুতিউর রহমান শাষননবী, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক তোফায়েল আহমদ কামরান, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, উপজেলা ছাত্র সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনহার আহমদ।
বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। আর যদি আসামীদেরকে দ্রুত গ্রেফতার না করা হলে অন্যতায় বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে সুনামগঞ্জকে অচল করে দেয়া হবে।