
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ আগস্ট) সকাল ১০টায় একশন এইড বাংলাদেশ, সাকো, প্রান্টজন ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায়
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডোক্যাপের ব্যবস্থাপনায় শোভাযাত্রা বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বলোনা প্রেসক্লাব চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ঢোক্যাপ’র নির্বাহী পরিচালক মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিপিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, ফটো সাংবাদিক আরিফুর রহমান প্রমুখ।
পথসভায় বক্তারা জানান, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ বিভিন্ন সময়ে র্যালি, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করেছে, যার মাধ্যমে তারা জ্বালানি রূপান্তরের জন্য জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নবায়নযোগ্য শক্তি নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নীতির দাবি জানায়।
আয়োজকরা স্থানীয় উদ্ভাবকরা তাদের নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলো উপস্থাপন করা, প্রচার করা, গঠনমূলক পরামর্শ পাওয়া, তরুণরা এ বিষয়ে আগ্রহী হওয়া এবং সম্ভাব্য ভবিষ্যতের সহযোগিতা বিনিযোগের সুযোগ তৈরি, ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা ও জলবায়ু সংকট মোকাবিলা নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে দাবি জোরদার ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।