
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় রোববার ভোর রাত্রে অবৈধ ভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তির করায় যৌথ বাহিনী অভিযান চালায়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মহিলা রোড সংলগ্ন মেসার্স তোফাজদ্দীন ফিলিং স্টেশনের কর্মচারী সুজন ( ৩০) কে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দবির উদ্দিন।
জানাগেছে উপজেলার তালমা ইউনিয়নের মহিলা রোডের কাছে মেসার্স তোফাজদ্দীন ফিলিং স্টেশনে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে বসতবাড়িতে ব্যবহার যোগ্য সিলিন্ডারে গ্যাস ভর্তি করে আসছে। বিস্ফোরক আইন ১৮৮৪ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারায় সুজন কে দুই লক্ষ টাকা জরিমানা করে আদালত। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, জনসাধারণের ব্যবহারের মালমালে অবৈধ ভাবে মুনাফা করা যাবেনা। শুধু গ্যাস সিলিন্ডার কেন যে কোন বিষয়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।