
জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মীরপুর ইউনিয়নবাসী বলে যে বা যারা ইউএনও বরাবরে দরখাস্ত দাখিল করেছেন সেই বক্তব্যের সাথে সম্পূর্ণ ভিন্নমত পোষন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এলাকাবাসী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার ( ৭ সেপ্টেম্বর) মীরপুর ইউনিয়নবাসীর পক্ষে ৪১জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন এর নিকট দাখিল করেছেন।
দাখিলকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদরাসার অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ দীর্ঘ ২১বছর যাবত সুনামের সাথে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন। মাদরাসা সংক্রান্ত বিষয়ে সুনামগঞ্জ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় কিছু লোক গত ৩১ আগষ্ট ইং তারিখ মাদরাসায় প্রবেশ করে মব জাস্টিস এর মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যা কিছুতেই কাম্য নয়। আবেদনে আরো উল্লেখ করা হয়, আমরা মাদরাসায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এর বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মিরপুর ইউনিয়নবাসী বলে যে যারা আপনার বরাবর দরখাস্ত দাখিল করেছেন সেই বক্তব্যের সাথে আমরা সম্পূর্ণ ভিন্নমত পোষন করছি। মাদরাসায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এলাকাবাসী হস্তক্ষেপ কামনা করছেন।