
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে ছড়ার পানির প্রবাহ আটকিয়ে অবৈধভাবে মাছ চাষ করছিল একটি সিন্ডিকেট। অভিযান পরিচালনা করে ছড়ার বাঁধ কেটে মাছের ঘের উচ্ছেদ করে দিয়েছে বন বিভাগ। উম্মুক্ত করা হয় ছড়ার পানির প্রবাহ । সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের খুরুইল্লাঝিরি ও হরিণমারা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
তথ্য পেয়ে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি সঙ্গীয় বনকর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে দেন। এ ঘটনার সাথে জড়িত স্থানীয় মৃত ফরিদ আলমের ছেলে আব্দুল্লাহকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সংরক্ষিত বনে পানির প্রবাহ আটকিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।