
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ২১ বছর পর বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। সর্বশেষ ২০০৪ সালে তৎকালীন আরএমও ডা. মো. রুস্তম আলীর উদ্যোগে এ ধরনের সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর এত বছর পেরিয়ে গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.) বর্তমান তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের উদ্যোগে পুনরায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, সমাধান, সেবার মানোন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন, আবাসিক মেডিকেল অফিসার, সকল কনসালট্যান্ট, উপ-সেবা তত্ত্বাবধায়ক, নার্স কর্মকর্তা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবা ব্যবস্থার মান উন্নত হবে। অনেকে বলেন, এতদিন অধিকাংশ কর্মকর্তা দায়সারা মনোভাব নিয়ে দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে হাসপাতালের পরিচ্ছন্নতা থেকে শুরু করে সেবার নানা খাতেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
তারা আরও জানান, একদিনে সব পাল্টে ফেলা সম্ভব নয়। তবে এই উদ্যোগ একটি বড় পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা যায়। এ প্রসঙ্গে এক অভিভাবক বলেন, “ভালো পদক্ষেপের জন্য সদিচ্ছাই সবচেয়ে জরুরি। তত্ত্বাবধায়ক মহোদয় যে সাহসী উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ভালো কাজের শত্রু বেশি থাকে। ত্রুটি ধরা পড়লেও হতাশ না হয়ে এগিয়ে যেতে হবে।”
জনগণের প্রত্যাশা, বরগুনা জেনারেল হাসপাতাল এই ধারাবাহিকতা বজায় রেখে স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।