
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ ১ জন মাদক কারবারী আটক।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (৭ সেপ্টেম্বর)রবিবার মধ্যরাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড স্টেশন নিদ্রা ছকিনা ও পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার তালতলী থানাধীন লাউপাড়া বাজার সংলগ্ন তাঁতিপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ১৭ হাজার ৪ শত ৯০ টাকাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।