
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিরনধি:
ঋণগ্রস্ত অভাব-অনটন ও হতাশায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, মর্মান্তিক এই ঘটনায় এতিম হয়ে পড়েছে তার দুই কন্যাশিশু। মানবিক দায়িত্ববোধ থেকে ওই দুই এতিম শিশুকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ্ হারুন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে গিয়ে শিশুদের দায়িত্ব গ্রহণ করা হয়। এ সময় লেখাপড়ার জন্য পেনসিল, রাবার, খাতা, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়িতে, নিহতরা হলেন, স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৭)। স্বপন স্থানীয় খালেক মোল্লার ছেলে এবং আকলিমা একই গ্রামের আব্বাস মৃধার মেয়ে। তাদের সংসারে রয়েছে দুই কন্যা, সাদিয়া (৬) ও আফসানা (১)।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭সেপ্টেম্বর দিবাগত রাতে স্বপন ও তার স্ত্রী আকলিমার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বপন আকলিমাকে গলা কেটে হত্যা করেন। পরবর্তীতে নিজেও ঘড়ের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে তাদের মেয়ে সাদিয়া বাড়ির এক আত্মীয়কে জানায় “মা কিছু বলছে না।” এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্ত শেষে স্বপনের নিজ বাড়িতেই তাদের দু’জনকে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, মর্মান্তিক এই ঘটনায় চোখের সামনে দুইটা মেয়ে এতিম হয়ে গেলো।বরগুনা জেলার জামায়াতে ইসলামী বাচ্চাদের দায়িত্ব নেওয়ায় আমরা এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিহত আকলিমার ভাই শফিকুল ইসলাম বলেন,আমরা ছোট বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। কে দেখবে, কিভাবে মানুষ হবে এসব চিন্তা করছিলাম। জেলা জামায়াতের আমির সাহেব যখন লেখাপড়া সহ সকল দায়িত্ব নিলেন, তখন কিছুটা স্বস্তি পেয়েছি। তবে আমরা চাই, ওরা যেন ভালোভাবে বড় হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামির বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ্ হারুন বলেন, মানবতার খাতিরে আমি এই দুই এতিম শিশুকে আশ্রয় দিয়েছি। তাদের শিক্ষা, চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়ভার আমাদের সংগঠন গ্রহণ করেছে। আমরা চাই, সমাজের সকল মানুষ এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়াক এবং মানবতার এই মহান দায়িত্ব পালনে এগিয়ে আসুক।