
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া দারুল উলুম মাদ্রাসার পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—তরিকুল ইসলাম তারেক (২১) ও মো. ফারহান ওরফে নয়ন (২২)। তারেক দাসপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং নয়ন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় বিক্রেতা নয়নের কাছ থেকে ৬ পিস ও ক্রেতা তারেকের কাছ থেকে ৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, নয়নের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাত্র একদিন আগে সে জেল থেকে বের হয়ে ফের মাদক বিক্রি শুরু করেছে। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।