
ক্রাইম রিপোর্টার রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলার সীমান্তবর্তী বারনই নদীতে অবৈধ বাঁধ নির্মাণ ও চায়না সুতি জাল দিয়ে ছোট-বড় মাছ নিধনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌপাড়া গ্রামের স্কুলের পাশেই বারনয় নদী অবস্থিত। সেখানে অবৈধভাবে, নদীতে চায়না জাল দিয়ে নদী অবরোধ করে মাছ শিকার করছিলেন, স্থানীয় কিছু ব্যক্তি
এই বিষয়টি স্থানীয় কিছু জেলে এবং গ্রামবাসী পবা ও মোহনপুরের প্রশাসনকে অবগত করেন।
উপজেলা প্রশাসন সোমবার, ৮ সেপ্টেম্বর, বিকাল ৩:৩০ ঘটিকার সময়। যৌথভাবে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলার ইউএনও, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মোহনপুর উপজেলার মৎস্য কর্মকর্তা। তারা বারনই নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্থাপন করা চায়না সুতি জাল শনাক্ত করে তা গুড়িয়ে দেন ও জব্দ করেন জালগুলো।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, “নদী ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমরা নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে মাছ ধরা ও নদী দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা এমন কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় জেলেরা এই অভিযানে প্রশাসনের ভূমিকাকে স্বাগত জানিয়ে জানান, “চায়না সুতি জালের কারণে ছোট মাছ ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিল। এতে করে ভবিষ্যতে মাছের উৎপাদন হুমকির মুখে পড়তে পারে।
প্রশাসনের এমন উদ্যোগে নদী রক্ষা ও মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে বড় ধরনের অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ ও প্রাণিকল্যাণে সচেতন মহল।