
বিশেষ প্রতিনিধি নুরুল ইসলামের প্রতিবেদন
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ সংসদীয় এলাকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকেই সর্বদলীয় ঐক্যের ব্যানারে ঢাকা- বরিশাল ও ঢাকা- খুলনা মহাসড়কের বি়ভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার জনতা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। । ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর,মুসুরাবাদ,পুখুরিয়া, হামিরদী এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। এতে সকাল থেকেই রাজধানীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চলমান কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহনকারীরা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায় ফিরিয়ে আনার দাবী জানান।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন (আলগি ও হামিরদী) কেটে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা সালথা) সঙ্গে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।
এই খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার সর্বসাধারণ বিক্ষোভে ফেটে পড়ে। গত শুক্রবার থেকেই দুই ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। এ সময় মহাসড়ক মহাসমাবেশে পরিনত হয়। এখন এ আন্দোলনে বারটি ইউনিয়ন জড়িয়ে পড়েছে। কর্মসূচির ধারাবাহিকতায় গত শুক্রবার মহাসড়ক অবরোধের প্র আজ পুনরায় মহাসড়ক অবরোধ করা হয়।
ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা বলেন,, স্বাধীনতার পর থেকে দুটি ইউনিয়নে ভাঙ্গা উপজেলার সঙ্গে সংলগ্ন, তাদের জীবন থাকতে নগরকান্দার মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে দেবেন না। তাদের দাবি ভাঙ্গার সঙ্গে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবেই। এ ব্যাপারে প্রকৌশলী মেজর জাহাঙ্গীর আলম (অব.) বলেন, স্বাধীনতার পর থেকে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের বসবাস,আমরা একটি পরিবার।এই পরিবারগুলোকে দ্বিখন্ডিত করার মাধ্যমে ভাঙার উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা উন্নয়নে বঞ্চিত হয়ে আসছি, এবার উপজেলাকে দ্বিখন্ডিত করার মাধ্যমে আরো অবহেলার শিকার হচ্ছে। তারা বলেন, প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদীর মানুষ।তাই দ্রুত ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনে পূর্ণবহালের দাবী জানান তিনি। আলগী ইউপিরচেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়া বলেন,ভাঙ্গা উপজেলাকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা আমরা মানি না, কখনো মানবো না। আমরা অখন্ডিত ভাঙ্গা চাই। পড়লে রাস্তায় তাদের জীবন যাবে তবু তারা ভাঙ্গার ১ ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে এক হতে দিবে না। আমাদের ভাঙ্গার সাথে আত্মার সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবী না মানা হবে এ আন্দোলন চলবে। এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শরীক হয়েছেন ভাঙ্গা মুন্সেফ আদালতের আইনজীবীরা। জনতার কর্মসূচিতে হুঁশিয়ারি উচ্চারন করে জনগণের পক্ষে থাকার অঙ্গীকার করেন।উল্লেখ্য যে, দু’টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার ঘোষণার পর গত শুক্রবার অনুরূপ সড়ক অবরোধ করা হয়েছিল। তারপর থেকে ধারাবাহিক আন্দোলন চলছে। এদিকে আন্দোলনকারীদের মধ্যে হাবিবুর রহমান(৫০) নামে একজন দোকানী হিটস্ট্রোক করে মারা গেছেন।