
মোঃ সাহাদাত হোসেন, ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে নগরকান্দা যুক্ত করার গেজেটের প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা। বৃহস্পতিবার সকাল থেকে টানা তৃতীয় দিনের মতো এবং চতুর্থ দফায় হাজারো মানুষ সড়ক ও রেলপথ অবরোধে অংশ নেন।
ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক, ভাঙ্গা-ফরিদপুর আঞ্চলিক সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। একইসঙ্গে ভাঙ্গা পৌর এলাকার কৈডুবী-সদরদী রেল ক্রোচিং পয়েন্টে রেলপথেও জাহানাবাদ ট্রেন অবরোধ করে বিক্ষোভ জনতা। এতে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে কয়েক হাজার যানবাহন ও একটি ট্রেন আটকা পড়ে, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
অবরোধকারীরা স্লোগান দেন—“ভাঙ্গার দুই ইউনিয়ন ফেরত চাই।” তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করা হবে।
ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন আন্দোলন কারীরস শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে কোন মানুষের জানমাল ক্ষতি না হলে আমাদের পক্ষ থেকে কোন প্রশাসনিক হাসতে করা হবে না , ভাংগা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন পুলিশ সর্বক্ষণ নিরাপত্তায় নিয়োজিত আছে,
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয় জনগণ তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান নিয়েছে।