
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডে মো.মজিবুর রহমান নামের জনৈক ব্যক্তি তার বাড়ীতে বালু ভরাট করতে গিয়ে তার প্রতিবেশির ৩টি বাসা বাড়িতে বালু ও পানিতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়াগেছে।
আমতলী থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্ধা মো.মজিবুর রহমান তার বাড়ীতে পায়রা নদী থেকে ড্রেজার দিয়ে বালু এনে ভরাটের কাজ শুর করেন। এসময় পাশের বাসার জুয়েল, দেলোয়ার ও লিটন ফকির মজিবুর রহমানকে পাইপ দিয়ে বালু ভরাট না করার জন্য অনুরোধ করেন কিন্তু মজিবুর রহমান তাদের কথা না শুনে পায়রা নদী থেকে পাইপ দিয়ে বালু আনা শুরু করেন তখন পাইপের বালু ও পানিতে মো.লিটন ফকির, জুয়েল ও দেলোয়ার ফকিরের বসত ঘরের মধ্যে বালু পানি ঢুকে ঘরের মধ্যে থাকা ফ্রিজ,খাট, আলমিরা সহ অনান্য মালামাল বালু ও পানিতে নষ্ট হয়ে যায়।এঘটনায় ক্ষতিগ্রস্থ মো. দেলোয়ার ফকির আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে জানার জন্য মজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন এ বিষয় একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।