
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা আমতলীর ঢাকা কুয়াকাটা- মহাসড়কের মানিকঝুরি নামক স্থানে দুটি সিএনজি-কে সাকুরা পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ১২সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় মানিকঝুড়ি নামক স্থানে আক্কাস বয়াতীর বাড়ির সামনে ঢাকা কুয়াকাটা মহাসড়কে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, শামীম (৩৮) পিতা : মনুমিয়া গ্রাম : বান্দ্রা আমতলী, বরগুনা।আবু সালে (৪০) পিতা: সাত্তার খান। গ্রাম: নিশানবারিয়া, মহিপুর, পটুয়াখালী। মোসা:জেসমিন (৪০) স্বামী :মোঃ হানিফ হাওলাদার। ফেরদাউস (১৮) পিতা: হানিফ হাওলাদার। এনি (২০) স্বামী: আসাদুজ্জামান। আজিজ (৮০) পিতা:মৃত নবাব আলী।ইউসুফ (৬৫) পিতা:মৃত তারা মিয়া।কালাম (৪০) পিতা: নুর মোহাম্মদ। মোশারফ (৪৫) পিতা: আব্দুল লতিফ।বাবুল (৫০)পিতা মৃত আবুবকর, পকিয়া, কলাপাড়া পটুয়াখালী।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকা-গামী সাকুরা পরিবহনের একটি গাড়ি আমতলী থানাধীন মানিকঝুরি নামক স্থানে একটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তায় থাকা অপর আরেকটি সিএনজির উপরে গিয়ে পড়ে ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার সহ মোট ১০ জন আহত হয়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আহতদেরকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে গুরুতর ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং বাকি ৬ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে,চিকিৎসা শেষে ৩জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকি ৩জনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাকুরা গাড়িটি থানায় আটক রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672