
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরশহরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ বাসুদেব ঘোষ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদককারবারী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়। আটক বাসুদেব পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৃত যতীন্দ্রনাথ মোহন ঘোষের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, “আটক বাসুদেব ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক বিক্রির একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি জেল থেকে বের হয়ে আবারও মাদক বিক্রি শুরু করেছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”