
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আদাবারিয়া ইউনিয়নের কাশীপুর, হাজিরহাট, সিদ্দিকবাজার ও মিইল ঘরবাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে মুনির হোসেন স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এজন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় এলাকাজুড়ে বিপুল জনসমাগম সৃষ্টি হয় এবং গণসংযোগ এক পর্যায়ে কর্মীসভায় পরিণত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান মুনির হোসেনকে।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সাবেক যুবদল সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির এ গণসংযোগ কর্মসূচি বাউফলজুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।