
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর মহাদশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
উৎসব যত ঘনিয়ে আসছে, ততই জেলায় মন্দিরে মন্দিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, পটুয়াখালীর বাউফলসহ বিভিন্ন উপজেলায় প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে পুরোদমে। মাটির প্রলেপের কাজ শেষে এখন চলছে রঙ তুলির স্পর্শে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার প্রস্তুতি। শিল্পীরা বলছেন, ভক্তদের আগ্রহ ও আপ্যায়ন তাদের উৎসাহিত করছে।
বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু গাঙ্গুলী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর কর্মকার জানান, “প্রতি বছর আমাদের মন্দিরে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়। সরকারি বরাদ্দ হিসেবে ৫০০ কেজি চাল পাওয়া যায়, তবে তা এক টন করলে আমরা আরও বেশি উপকৃত হতাম। পূজার কাজ প্রায় শেষ, আশা করি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ হবে।”
বাউফল পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু নিতাই দেবনাথ বলেন, “আমরা জেলার প্রতিটি মন্ডপের খোঁজখবর নিচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করবে। এবারের সরকারি বরাদ্দও সুষমভাবে বন্টন নিশ্চিত করা হবে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পূজার খোঁজখবর নিচ্ছেন।”
পটুয়াখালী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক আশীষ কুমার সাহা জানান, বাউফলে ৬৫টি পূজা মন্ডপ রয়েছে
এদিকে পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকার জানান, “পূজার সার্বিক নিরাপত্তায় একাধিক পুলিশ টহল দল মোতায়েন থাকবে। পাশাপাশি আনসার ও চৌকিদাররাও নজরদারিতে থাকবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।”
ধর্মীয় পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে এবং বিসর্জনের পর কৈলাশে প্রত্যাবর্তন হবে ঘোটকে (ঘোড়া) চড়ে—যা আগামী বছরের জন্য অশুভ সংকেত হিসেবে ধরা হয়।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন পুরো জেলায় বিরাজ করছে আনন্দ, প্রস্তুতি ও ভক্তিময় পরিবেশ। প্রতিমা তৈরির শেষ স্পর্শে ব্যস্ত শিল্পীরা, আর ভক্তদের মাঝে বইছে মায়ের আগমনের উচ্ছ্বাস।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672