
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামপুর ২নং ওয়ার্ডের রিজার্ভ পাড়া এলাকায় গভীর রাতে দু'টি বসতবাড়িতে দু'র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান গহনা নিয়ে যায় চুরের দল।

মঙ্গলবার রাতের কোনো এক সময় মনজুর আলম (প্রকাশ আলম মাঝি) ও তার ছেলে প্রবাসী জিয়া উদ্দিন রানার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।
প্রবাসী জিয়া উদ্দিন রানার স্ত্রী আসমাউল হুসনা লিলি বলেন, আমার আলমারিতে ৩ ভরি স্বর্ণ ও নগদ ১ লক্ষ টাকা ছিল। সবকিছু নিয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আমার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। পরদিন (১৭ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় বাড়িতে এসে দেখি দরজার তালা খোলা, আলমারি ভাঙা ও সবকিছু এলোমেলো।

মনজুর আলম ও তার স্ত্রী সাবেক মহিলা মেম্বার নুর আয়েশা বলেন, ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য আমরা চট্টগ্রাম হাসপাতালে আসি। ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে কল দিয়ে জানানো হয়, বাড়ির তালা ও আলমারি ভেঙে সবকিছু নিয়ে গেছে। তবে আমরা বাড়িতে না থাকায় ঠিক কী কী নিয়ে গেছে তা নিশ্চিত করে বলতে পারছি না।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চো'রেরা এ ঘ'টনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি চু'রি নাকি পূর্বের শ'ত্রুতার জের তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আধারে এ ধরনের চুরি-ডাকাতি আমাদের এলাকায় নতুন নয়। স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক।স্হানীয় বাসিন্দারা অভিযোগ করেন ঈদগাওতে ইদানীং বেড়ে গেছে চুরি ছিনতাই ডাকাতি অপহরণ সহ বিভিন্ন অপকর্ম।সচেতন মহল জরুরী ভিত্তিতে ব্যবস্হা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672