
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের সবুজের প্রতি অনুরাগ সৃষ্টির লক্ষ্যে ৩ শতাধিক শিক্ষার্থীর হাতে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নুরুন্নবী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. রেদওয়ানসহ অন্যান্য কর্মকর্তা।
চারা বিতরণকালে ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমাদের মূল লক্ষ্য। ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা গড়ে উঠলে ভবিষ্যতে তারা পরিবেশ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে গেলে শিক্ষার্থীদের পাশাপাশি পুরো সমাজে সচেতনতা তৈরি হবে এবং পরিবেশ হবে সবুজে সমৃদ্ধ।”
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন এবং সবাইকে গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও সুস্থ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672