
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
চলন্ত বাসে দুইজন যাত্রী কে মারধর করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে চন্দ্রা এলাকায় ১৮ সেপ্টেম্বর রাত ১০.৩০ মিনিটে নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর আগেই অন্য জায়গায় নামিয়ে দেয়ায় তর্কের জেরে মাহিন পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। বাস চালকের সহকারী তাদের কে মারধর করেন বলে অভিযোগ করেছেন ওই ২ যাত্রি।
এ ঘটনার বিবরনে ভুক্তভোগী আসলাম (২০) জানান, শেরপুর টু গাবতলি রোডের মাহিন পরিবহন (গাড়ি নং -১৭৭৪৭৫) নামের একটি বাসে আমরা ঘাটাইল থেকে বাইপাইল এলাকায় যাওয়ার জন্য উঠি। গারিতে উঠার সময় ওনাদের বার বার বলা হয়েছে চন্দ্রা এলাকায় আমাদের কে নামানো যাবে না। তখন ওনারা বলেন আমরা চন্দ্রা হয়ে যাব, বাইপেল থামবে বাস। কিন্তু বাস চন্দ্রা এলাকায় আসার পর বাসের চালকের যে সহকারী ছিল ওনি আমাদের নামিয়ে দিতে চায়। আমাদের থেকে ভাড়া নেয়া হয় গাবতলির পর্যন্ত যে ভাড়া সেই ভাড়া।
পরবর্তীতে ভাড়া ফেরত চাইলে আমার সাথে থাকা আমার এক বন্ধুর গায়ে হাত তুলে এবং আমাদের কে হত্যার হুমকি দিয়ে (চন্দ্রা বাস কাউন্টার থেকে ১ কিলোমিটার দূরে) একটি নির্জন জায়গায় আমাদের নামিয়ে দেয়।
আসলাম জানান উপরোক্ত শারীরিক লাঞ্চনা, চলন্ত বাসে হত্যার হুমকি ও মানহানির সঠিক তদন্ত ও বিচার চাই। বাসে আমাদের যাত্রিদের সাথে প্রতিনিয়তই এরূপ দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্চনার সম্মুখীন হতে হয়।
আমি উপরোক্ত ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবী করছি এবং পরবর্তী সময়ে কোনো যাত্রির সঙ্গেই এমন কোনো ঘটনা ঘটবে না এই নিশ্চয়তা প্রাপ্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আসলাম জানিয়েছেন, এ ঘটনায় তিনি মামলা করবেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672