
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে রুমান মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিআইপি সড়কের মনিরুজ্জামান নান্নুর ভবনে পাইলিং বসানোর কাজে নিয়োজিত ছিলেন ফরিদপুরের আট শ্রমিক। তারা ভবনের পাশের একটি ভাড়া কক্ষে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সবাই স্থানীয় একটি হোটেলে রাতের খাবার খেতে যান। ওই সময় রুমের চাবি সহকর্মী রহিম শেখের কাছ থেকে নিয়ে আসেন রুমান।
পরে শ্রমিকরা কক্ষে ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পান রুমান রশিতে ঝুলছে।
ভবনের মালিক মনিরুজ্জামান নান্নু জানান, বিষয়টি শ্রমিকরা তাকে অবহিত করলে তিনি বাউফল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672