
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাউফল রিপোর্টার্স ইউনিটিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় মু. মুনির হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। তাদের কলমের মাধ্যমে সমাজের ভালো-মন্দ সবকিছুই প্রতিফলিত হয়। বাউফলে বিএনপির ভালো কর্মকাণ্ডের পাশাপাশি গঠনমূলক সমালোচনা স্বাধীনভাবে প্রচার করবেন—এ প্রত্যাশা রাখি। এতে আমাদের ভুলগুলো সংশোধনের সুযোগ তৈরি হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672