
স্টাফ রিপোর্টার:
বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদরপুর উপজেলা শাখা। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এক কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।
স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর হলো, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠপর্যায়ে সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার। অন্যান্য ক্যাডারভুক্তদের সঙ্গে তাদের যে বৈষম্য চলছে, তা অবিলম্বে নিরসনের দাবি জানান তারা।
বক্তারা আরও জানান, তাদের দাবিগুলো দীর্ঘদিন ধরেই পেশ করা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো: তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল করিম খান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।