
পঞ্চগড় জেলা প্রতিনিধি : মো আরিফুল ইসলাম ইরান
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।
আজ রোববার (৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় ইসলামী ব্যাংকের গ্রাহক মো: লিটন,আতিকুর রহমান,মাওলানা ইদ্রীস আলী,চাকুরী প্রত্যাশী সোহেল রানা,সমন্বয়ক ফজলে রাব্বীসহ চাকুরী প্রত্যাশী ও গ্রাহকরা।
বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।
অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।
এস আলম কর্তৃক পাচার কৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকেন সুনাম সুখ্যাতি নস্ট করছে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।