
কামরুজ্জামান সোয়েব, টাংগাইলঃ
ডা: শওকত আলী ভূইয়া ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে বলেছিলেন এই ঘাটাইলের মানুষ আপনাকে ভালোবাসে এই সংসদীয় আসন্ন বি এন পি কে উপহার দিব।তিনি তাই দিয়েছিলেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া কে লুৎফর রহমান খান আজাদ বলেছিলেন, আপনি ঘাটাইলবাসির উপর ভরসা রাখুন, আমরা আপনাকে বিজয় এনেদিব, তিনি তাই দিয়েছিলেন তারপর ১৯৯৬,২০০১ সালেও তিনি বি এন পি কে বিজয় এনে দিয়েছেন। এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলছি আমরা ঘাটাইলবাসি আপনার সাথে আছি, থাকব। আপনি আজাদ ভাইয়ের উপর আস্থা রাখুন, আজাদ ভাইয়ের নেতৃত্বে আবারও আমরা ঘাটাইল আসনে বিজয়ের মালা আপনাকে উপহার দিব। ইনশাআল্লাহ।